ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় সমাবেশস্থলে বড় পর্দায় খেলা দেখেন নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২ , ০৯:২৪ এএম


loading/img

কুমিল্লার টাউনহলে আগামীকাল শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশ। এখন চলছে মঞ্চ তৈরির কাজ। সেই সঙ্গে সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় অন্তত আড়াই হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন। তাদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত ১টায় অনুষ্ঠিত হয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ব্রাজিল বনাম সার্বিয়ার খেলা। নেতাকর্মীরা যাতে ভালোভাবে খেলা দেখতে পারেন সে জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। 

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক অন্তর আহমেদ সুমন জানান, রাতে সম্মেলনস্থলে পাহারা দেওয়ার জন্য সকালেই গেঞ্জি ও টুপি বিতরণ করেছি। তাদের জন্য রাতের খাবার ও খেলা দেখার ব্যবস্থা করেছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। 

বিজ্ঞাপন

সাক্কু বলেন, সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীরা প্রস্তুতি গ্রহণ করছেন। রাতে স্বেচ্ছাসেবকদের জন্য খাবার ও খেলা দেখার ব্যবস্থা করেছি। সমাবেশ সফল করতে সবাই পরিশ্রম করছেন। তাদের জন্যই বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখার ব্যবস্থা করেছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |