রাজধানীর আসাদগেটে প্রাইভেটকারে বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন প্রাইভেটকার চালক উজ্জ্বল কুমার (৩৫) এবং গাড়ির মালিক রুবেল দত্ত (৪৫)। তিনি একটি কোম্পানির মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (১ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে রুবেল দত্তের ভায়রা ভাই নয়ন বিশ্বাস জানান, রুবেলের বাসা গ্রীন রোডে। উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত রয়েছেন তিনি। রাতে অফিস থেকে নিজের প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। পথে আসাদগেটে তার গাড়িতে বিস্ফোরণ হয়েছে এমন খবর শুনতে পান তিনি। স্থানীয়রা তাদেরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নিয়ে যাওয়া হয় বার্ন ইনস্টিটিউটে। পরবর্তী সময়ে তিনি সেখানে গিয়ে তাদেরকে দেখতে পান।
তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি, প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন।
বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, রুবেল দত্তের শরীরে ৬০ এবং উজ্জলের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থা আশংকাজনক। দুজনকে ভর্তি রাখা হয়েছে।