ঢাকামঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ভালুকায় ড্রাম বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জানুয়ারি ২০২৪ , ০২:৫১ পিএম


loading/img
ছবি : আরটিভি

ময়মনসিংহের ভালুকায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল তৈরির কারখানায় ড্রাম বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন মো. সাইদুল ইসলাম ও আব্দুল লতিফ নামের আরও দুজন।

বিজ্ঞাপন

বুধবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে এবং অপরজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, হতাহতরা ওই কারখানায় পলিথিন ও প্লাস্টিক পুড়িয়ে প্রক্রিয়াজাতকরণ করে ডিজেল তেল তৈরি করে আসছিল। ঘটনার সময় হঠাৎ ওই কারখানায় বিস্ফোরণ ঘটলে বিল্লাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |