সাতক্ষীরার আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আশাশুনি-ঘোলা সড়কের শ্রীউলা মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেবাশীষ সরকার (৪২) উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
আশাশুনি থানার ওসি মমিনুল ইসলাম জানান, গতকাল রাতে শ্রীউলা মাদরাসা মোড়ে ১০-১২ জন দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দেবাশীষসহ আটজন আহত হন।
পরে তাদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে দেবাশীষ সরকারের মৃত্যু হয়।