চায়ের দোকানে আড্ডা থেকে বিরোধের জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় মামুন (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৫ ডিসেম্বর) রাতে ফতুল্লার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটেছে।
একই ঘটনায় নূর নবী (২২) নামে আরেক যুবক আহত হয়েছে। নিহত মামুন ইসদাইর নুর এলাকার বাবুল মিয়ার ছেলে ও আহত নূর নবী কোতালেরবাগ হক বাজার এলাকার মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের মারফত জানা গেছে, এলাকার পাপ্পু গ্রুপের কয়েকজন ইসদাইর নুর ডাইংয়ের সামনের চায়ের দোকানে নিয়মিত আড্ডা দিতেন। একই দোকানে আড্ডা দিত মামুন-নূর নবী গ্রুপ। এই দুই গ্রুপের মধ্যে চায়ের আড্ডা থেকে সৃষ্ট বিরোধ ছিল। এর জের ধরে মামুন ও নুর নবীকে মাঠে একা পেয়ে হামলা করে দু’জনকে এলোপাতাড়ি কোপায় পাপ্পু ও তার সঙ্গীরা। এই অবস্থাতেই মামুন ও নুর নবী দৌড়ে রেল লাইনের কাছে এসে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।এবং নূর নবীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক বলেন, গুরুতর আহত অবস্থায় দু’জনকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷ সেসময় চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ আহত অন্য জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা হওয়ার কথা রয়েছে। আমরা জড়িতদের ধরতে অভিযান চালিয়েছি। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।