আগামী ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় সম্মেলন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন। একইসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জানান, জেলা আওয়ামী লীগের সম্মেলনে ৫০ হাজার আওয়ামী নেতাকর্মী, ২১৮ জন ডেলিগেট এবং সারা শহরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শামসুজ্জোহা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ রাজ্জাক খানসহ অন্যান্য নেতারা।