ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বিএনপি দেশের উন্নয়ন না করে পিছিয়ে নিয়েছে : মোরশেদ আলম

পলাশ সাহা, নোয়াখালী থেকে

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ , ০২:৩১ পিএম


loading/img
ছবি : আরটিভি

বিএনপি বাংলাদেশের উন্নয়ন না করে পিছিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোরশেদ আলম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলহাজ মোরশেদ আলম বলেন, বিএনপির শাসনামলে বাংলাদেশকে পিছিয়ে নিয়েছে। তারা ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের কোনো উন্নয়ন করেনি। তাদের আমলে মুক্তিযোদ্ধাদের রিকশা চালিয়ে, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতে হয়েছে। অনেক মুক্তিযোদ্ধা না খেতে পেয়ে মারা গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের ভাতা, ঘর, তাদের সন্তানদের চাকরিসহ নজিরবিহীন উন্নয়ন করেছেন। উন্নয়ন বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিতি দিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, বিজয় দিবস উপলক্ষে সকাল ৬টা ৩০ মিনিটে সেনবাগ উপজেলা পরিষদ চত্বরে শহীদ স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানান আলহাজ মোরশেদ আলম। এ সময় সেনবাগ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহম্মদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কবির, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান, মরিয়াম সুলতানা, পৌরসভার মেয়র আবু নাছের দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |