ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

গাড়িচাপায় প্রাণ গেল পাগলের

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ , ০৮:৪৩ এএম


loading/img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাড়িচাপায় অজ্ঞাত (৫০) এক পাগল নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৭ ডিসেম্বর) গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ৮দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পড়শীপাড়া এলাকায় অজ্ঞাত এক পাগল চিপস খেতে খেতে সড়কের পাশ দিয়ে হাঁটছিল। এ সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি ফারুক আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ইতোমধ্যে এ ঘটনায় মামলা করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |