বিজিবি দিবসে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবির হিলি ক্যাম্পের সুবেদার মাহবুব আলম ভারতের ১৮০ প্রতিরাম ব্যাটালিয়নের ভারত হিলি ক্যাম্পের এসআই সুনীল কুমারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন।
হিলি সিপি ক্যাম্পের সুবেদার মাহবুব আলম বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতিটি দিবসে তাদের মিষ্টি উপহার দিয়ে থাকি। মঙ্গলবার বিজিবি দিবস উপলক্ষে তাদের মিষ্টি উপহার দিয়েছি।