নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মসজিদের ইমামের কক্ষ থেকে বিল্লাল হোসেন (১৭) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে লালপুর পৌষাপুকুরপাড় আল-আমিনবাগ এলাকার বায়তুল কোরবান জামে মসজিদের দোতলায় ইমাম মাওলানা মহিউদ্দিনের কক্ষ থেকে বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়। সে পৌষাপুকুরপাড় এলাকার গার্মেন্টস শ্রমিক আলমগীর হোসেনের ছেলে।
এ ব্যাপারে মসজিদের মুয়াজ্জিন রেদওয়ান হোসেন বলেন, এশার নামাজের সময় বিল্লাল মসজিদের দোতলা থেকে ব্যাটারি চুরি করে পালানোর সময় তাকে ধরে ফেলি। পরে ইমামের সঙ্গে পরামর্শ করে তার রুমে আটকে রাখি। কথা ছিল নামাজের পর তাকে মসজিদ কমিটির কাছে বুঝিয়ে দেব। কিন্তু নামাজ শেষে ইমাম রুমে গিয়ে দেখেন বিল্লাল ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলছে।
মুয়াজ্জিন এমন কথা বললেও বিল্লালের নানি বলছেন অন্য কথা। তিনি বলেন, বিল্লাল নামাজ পড়তে প্রায়ই ঐ মসজিদে যায়। সকালে কাজে বের হয়ে সে আর ঘরে ফিরে আসেনি। মানুষের কাছ থেকে খোঁজ পেয়ে মসজিদে এসে বিল্লালের মরদেহ দেখতে পাই। বিল্লাল ফাঁস দেওয়ার মত ছেলে নয়। তিনি তার নাতীর মৃত্যুর সঠিক তদন্ত দাবি করেছেন।
জানতে চাইলে ফতুল্লা মডেল থানার এসআই আবু হানিফ বলেন, বিল্লালের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাত আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব।