ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

ভারতে সাজা ভোগ শেষে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৫ ডিসেম্বর ২০২২ , ১০:০৯ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ভারতে গিয়ে অবৈধভাবে শ্রমিকের কাজ করার অপরাধে আটক ১৭ বাংলাদেশি নাগরিক সাজাভোগ শেষে দেশে ফিরছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

ফেরত আসা ব্যক্তিরা প্রত্যেকেই সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

ফেরত আসা রবীন্দ্র লাল সরকার জানান, অভাব-অনটনের কারণে আয়-রোজগারের আশায় এক বছরের ট্যুরিস্ট মাল্টিপল ভিসা নিয়ে ভারতের ব্যাংগালুর শহরে যাই। সেখানে অবৈধভাবে বিভিন্ন পেশায় শ্রমিকের কাজ করি। একপর্যায়ে পুলিশ আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি এনজিও সংস্থা ছাড়িয়ে এনে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখে। কারাভোগ শেষে দেশে ফিরলাম।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা রাইটস যশোর, তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |