ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

‘পৃথিবীর কোথাও বিনা পয়সায় একযোগে বই প্রদান করে না’

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০১ জানুয়ারি ২০২৩ , ০৫:০৫ পিএম


loading/img

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক বলেছেন, যুদ্ধের কারণে অর্থনৈতিক প্রভাব বাংলাদেশও পড়তে পারে। সেজন্য মানুষকে আগাম প্রস্তুত থাকার উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রোববার (১ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের পাঠ্যপুস্তক উৎসব দিবস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

আ ক মোজাম্মেল হক বলেন, আগামী ১০দিনের মধ্যে শতভাগ বই বিতরণ করা হবে। পৃথিবীর কোনো দেশ নেই, বিনা পয়সায় একযোগে বই প্রদান করেন। শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বিনামূল্যে এই বই দিয়ে থাকেন।

বিজ্ঞাপন

এ সময় বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মেজবাহ উদ্দিন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানসহ বিভিন্ন কর্মকর্তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |