ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা শুরু

খুলনা প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০১ জানুয়ারি ২০২৩ , ০৮:১৮ পিএম


loading/img

সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে বাঘ গণনা (শুমারি) শুরু হয়েছে। বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্প চলবে ২০২৫ সালের জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

রোববার (১ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের কালাবগি ফরেস্ট অফিস এলাকায় ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. এম এ আজিজ, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, বাঘের হালনাগাদ তথ্য সংগ্রহ ও সুন্দরবনের বাঘ সংরক্ষণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গত ২৩ মার্চ ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’ শীর্ষক প্রকল্পের প্রশাসনিক অনুমোদন দেয়। প্রকল্পটির মোট ব্যয় ৩৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে শুধুমাত্র বাঘ শুমারি খাতে ব্যয় ধরা হয় ৩ কোটি ২১ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদ ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত।

বিজ্ঞাপন

সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের পরিচালক ও সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, সুন্দরবনের মোট ৬৬৫ স্পটে ক্যামেরা বসানো হবে। খুলনা রেঞ্জে ১৪০, সাতক্ষীরা রেঞ্জে ২০০, চাঁদপাই রেঞ্জে ১৪৫ শরণখোলা রেঞ্জে ১৮০টি ক্যামেরা থাকবে। প্রতিটি গ্রিডে একজোড়া ক্যামেরা বসানো হবে।

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, ‘৬৬৫ গ্রিডে ক্যামেরা স্থাপনের করা হবে। প্রতিটি গ্রিডের দুই পাশে দুটি ক্যামেরা থাকবে। এমনভাবে ক্যামেরা স্থাপন করা হচ্ছে, বাঘ বা যেকোনো পশু গেলে সেসময় ছবি উঠবে। শুধু ছবিই না, স্থান, কাল ও টেম্পারেচারও উঠবে। একটি প্রাণী যখন পার হবে, সবকিছু একইসঙ্গে উঠে যাবে, এমনকি ১০ সেকেন্ডের ভিডিও ধারণ হবে। ৪০ দিন একই জায়গায় এই ক্যামেরা থাকবে। ১৫ দিন পর পর ক্যামেরা চেক করা হবে’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |