ঢাকাবৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রংপুর জেলা ও মহানগর আ.লীগের কমিটি বিলুপ্ত

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০১ জানুয়ারি ২০২৩ , ১০:৪০ পিএম


loading/img
ফাইল ছবি

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দলটির এ দুটি ইউনিটে দুই সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এমপি সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার ওপর অর্পিত ক্ষমতাবলে রংপুর মহানগর ও রংপুর জেলা শাখার বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন। এতে ডা. দেলোয়ার হোসেনকে রংপুর মহানগরের আহ্বায়ক ও আবুল কাশেমকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া এ কে এম শাহাদাত হোসেন বকুলকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও মাজেদ আলী বাবলুকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |