ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

আরটিভি নিউজ

শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ , ১১:০৯ পিএম


loading/img
ফাইল ছবি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

শ‌নিবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেনকে নির্বাচন করা হয়। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসেবে ২০১৮ সালে এ কমিটির মেয়াদ শেষ হয়েছিল।

বিলুপ্ত কমিটির সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সংগঠনকে গতিশীল করতেই কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |