• ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১
logo

ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

আরটিভি নিউজ

  ০৫ অক্টোবর ২০২৪, ২৩:০৯
ফাইল ছবি

মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঠাকুরগাঁও জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার (৫ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেনকে নির্বাচন করা হয়। যুবদলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ থাকে দুই বছর। সেই হিসেবে ২০১৮ সালে এ কমিটির মেয়াদ শেষ হয়েছিল।

বিলুপ্ত কমিটির সভাপতি চৌধুরী মো. মাহেবুল্লাহ আবু নুর বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও সংগঠনকে গতিশীল করতেই কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে।

আরটিভি/আরএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘দেশের বাইরে আমাদের প্রভুত্ব নেই, বন্ধু আছে’
কুয়াকাটা পৌর যুবদলের ৩ নেতা বহিষ্কার
গুলি করে ৩ যুবদল কর্মীকে হত্যার ঘটনায় ১১ বছর পর মামলা
যুবদল নেতা শামীম হত্যা মামলা: আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে