ঢাকারোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

চা শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি , আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ , ০৩:০১ পিএম


loading/img

বকেয়া মজুরি পরিশোধ, বোনাস প্রদান, বাগানের পতিত জমি লিজ বাতিলসহ পাঁচ দফা দাবিতে হবিগঞ্জের নবীগঞ্জের ইমাম ও ভাওয়ানী চা-বাগান শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার দুপুরে তারা ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এ সময় মহাসড়কে দুই পাশে যানবাহন আটকে পড়ে।
 শ্রমিকরা জানান, চার সপ্তাহ ধরে নবীগঞ্জ উপজেলার ইমাম ও ভাওয়ানী চা বাগানের ২ হাজার শ্রমিক মজুরি পাননি। এ বিষয়ে বাগানের মালিকপক্ষের সঙ্গে কথা বলে কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। শ্রমিকরা জানান, তাদের মজুরি না পেলে আবারও মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |