হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন
ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পটুয়াখালীর গলাচিপা উপজেলার একই পরিবারের নিহত চার সদস্য মো. রেজাউল করিম জামাল মৃধা (৪০), তার স্ত্রী কামরুন নাহার (৩৫), ছেলে কাওসার আহমেদ অনন্ত (১৩) ও জামালের ছোট ভাই মো. এনামুল হক মৃধার (৩৫) দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার (৩ মে) সকাল ১০টায় বোয়ালিয়ার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় তাদের। জানাজায় শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
এর আগে ভোর ৫টার দিকে হবিগঞ্জ থেকে ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সযোগে মরদেহ গলাচিপা উপজেলার বোয়ালিয়া এলাকার মৃধা বাড়িতে নেওয়া হয়। মরদেহ বাড়িতে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে ওঠে এলাকা। মরদেহ পৌঁছানোর খবর পেয়ে মানুষ ছুটে আসে মৃধাবাড়িতে।
গত বুধবার (১ মে) প্রাইভেটকার ভাড়া করে জামাল মৃধা তার স্ত্রী-সন্তান ও ছোট ভাইকে নিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকা থেকে সিলেটে হযরত শাহ জালাল (রহ.) মাজার জিয়ারত করতে যান। মাজার জিয়ারত শেষ করে পুনরায় সাভার ফেরার পথে রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ জন মারা যান।
এদিকে একসঙ্গে দুই ছেলে, ছেলের বউ ও নাতিকে হারিয়ে জামাল মৃধার বৃদ্ধা মা মোসা. হালিমা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা এখন পাগলপ্রায়। বারবার তারা মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করছেন।
মন্তব্য করুন