ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

ঢাকার সন্তানরাই জাতীয় পযার্য়ের সেরা খেলোয়াড় হবে : তাপস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ , ০৯:১২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকার সন্তানরাই জাতীয় পযার্য়ের সবচেয়ে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকাবাসীর মনে কষ্ট ও ক্ষোভ ছিল যে, তাদের সন্তানরা খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। তাদের খেলাধুলায় মনোযোগ নেই। তারা জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারছে না। সেই ক্ষোভ ও গ্লানি মোচন করতে আমরা কাজ করছি। ধীরে ধীরে ঢাকার ছেলেরা ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠা লাভ করছে।

বিজ্ঞাপন

মেয়র বলেন, আমরা ‘ঢাকা মেয়র কাপ’র সুফল পেতে আরম্ভ করেছি। ঢাকা মেয়র কাপ খেলে ফুটবলে অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দলে ২৪ নম্বর ওয়ার্ডের আকাশ ও ২৯ নম্বর ওয়ার্ডের রাজন এবং বিপিএল এ কাজী অনিক অংশ নিচ্ছে। সুতরাং ঢাকা মেয়র কাপ এখন ঢাকার তরুণদের একটি বড় ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজীদা খানম, মধুমতি ব্যাংকের এমডি ও সিইও শফিউল আজম এবং করপোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |