ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ইজতেমা মাঠে মুসুল্লির মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ , ০৯:৫৩ এএম


loading/img
ছবি : সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে জেলা ইজতেমা মাঠে খলিলুর রহমান (৭০) নামে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম পৌরসভার মাস্টারপাড়া এলাকায় ধরলা নদীর তীরে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়। 

খলিলুর রহমান লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সিরামধুরাম গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

ইজতেমা আয়োজক কমিটির সদস্য সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তিন দিনব্যাপী জেলা ইজতেমা মাঠে মুসুল্লি খলিলুর রহমান আখেরি মোনাজাতেও অংশগ্রহণ করেন। সেখানেই আসরের নামাজ আদায় করে বুকে ব্যথা অনুভব করলে ইজতেমা মাঠে দায়িত্বরত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল এসে তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |