রাজধানীর রমনায় কামরুন নাহার (৪৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ইস্টার্ন হাউজিংয়ের একটি বাসা থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই নারীর স্বামীর নাম আবুল কালাম আজাদ। তিনি একজন কর কমিশনার এবং কর অঞ্চল-৩ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমি অফিসে ছিলাম, খবর পেয়ে বাসায় গিয়ে আমার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখি। এরপর পুলিশকে খবর দিই। পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শহীদুল্লাহ বলেন, কামরুন নাহারের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সেটি এখনও জানা যায়নি।