নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় ওই তাপমাত্রা রেকর্ড করা হয়। কুয়াশা না থাকায় ঠান্ডা বাতাসে বাড়ছে শীতের তীব্রতা।
নওগাঁর আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ জেলায় এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন থেকেই জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডার প্রকোপ আরও কদিন থাকতে পারে। ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক চাষিরা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয়, তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশুদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।