ঢাকারোববার, ২৩ মার্চ ২০২৫, ৯ চৈত্র ১৪৩১

বন্ধুর বাসায় আটকে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ , ০৩:৪৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাসায় আটকে রেখে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর মা।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যার দিকে ওই স্কুলছাত্রী বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়ে প্রবাসী বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত নজু মিয়া খানের ছেলে মো. এমরান মিয়াসহ অজ্ঞাতনামা ২ থেকে তিনজন তাকে অপহরণ করে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং এক বন্ধুর বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে বুধবার রাতে ভুক্তভোগী ওই স্কুলছাত্রী কৌশলে পালিয়ে আসে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য স্কুলছাত্রীকে দেখতে পেয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেয়।

বিজ্ঞাপন

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মানিক সাহা বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |