ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

স্বামীর মৃত্যুর ৫ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও 

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৫ জানুয়ারি ২০২৩ , ০৬:০৬ পিএম


loading/img

নীলফামারী ডোমার উপজেলার চিকনমাটি সাহা পাড়া এলাকায় স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে একই দিন সকাল ৭টায় হাওয়া বেগমের স্বামী ব্যবসায়ী শাহিদ আলী প্রামাণিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স্থানীয়রা জানান, রোববার সকালে শাহিদ আলী প্রামাণিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা গেছেন। পরে কান্নারত স্ত্রী হাওয়া বেগমের শ্বাসকষ্ট দেখা দেয়। তখন স্বজনরা দ্রুত হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।

বিজ্ঞাপন

মৃত শাহিদ আলী প্রামাণিকের বড় জামাই দুলাল হোসেন জানান, রোববার সকাল ৭টায় আমার শ্বশুর শাহিদ আলী ও দুপুর ১২টায় শাশুড়ি হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন: ইজতেমার প্রথম পর্বে ৭ মুসল্লির মৃত্যু

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |