ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

স্বামীর মৃত্যুর খবরে অসুস্থ হয়ে স্ত্রীর মৃত্যু

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ০৯:৩৭ এএম


loading/img
ছবি : সংগৃহীত

স্বামীর মৃত্যুর শোকে একই দিনে স্ত্রী মৃত্যু। প্রায় ৫০ বছরের যৌথজীবন। সকালবেলা বৃদ্ধ স্বামী মারা যান, আহাজারি করতে করতে স্ত্রীও মারা যান সন্ধ্যা। সোমবার মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, একই দিনে স্বামী-স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুতে গ্ৰামবাসী গভীরভাবে শোকাহত। 

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর গ্ৰামের আবদুল কাশেম ফরায়েজি (৭০) বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে সেখানে মারা যান। রাত ৯টায় তার দাফন হওয়ার কথা ছিল। 

বিজ্ঞাপন

এ দিকে স্বামীর শোকে তার স্ত্রী মোছা. সফুরা বেগমও (৬৫) অসুস্থ হয়ে সন্ধ্যায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। 

স্থানীয়রা আরও জানান, জীবদ্দশায় ওই স্বামী-স্ত্রীর মধ্যে বেশ সমঝোতা ছিল।

আরটিভি/এমকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |