ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

মঙ্গলবার সকালের মধ্যে ইজতেমাস্থল ত্যাগের নির্দেশ

আরটিভি নিউজ

রোববার, ১৫ জানুয়ারি ২০২৩ , ১০:০৫ পিএম


loading/img

আগামী মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার মধ্যে ইজতেমা ময়দান পুলিশের কাছে বুঝিয়ে দিয়ে প্রথম পর্বের মুরুব্বী-মুসল্লিরা ইজতেমাস্থল ত্যাগ করার নির্দেশনার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

আগামী ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় পর্বের (সাদপন্থীদের) ইজতেমা শুরু হবে। আজ রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রথম পর্বের মোনাজাতের আগে বিশ্ব ইজতেমার পুলিশ কন্ট্রোলরুমের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশের কমিশনার।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ বিশ্ব ইজতেমার উভয়পক্ষের মুরুব্বীদের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার বেলা ১১টার মধ্যে প্রথম পর্বের ইজতেমার আয়োজকরা আমাদের কাছে ঠিকঠাক মাঠ বুঝিয়ে দিয়ে মুসুল্লিসহ চলে যাবেন। এর পরে আমরা দ্বিতীয় পর্বের আয়োজকদের কাছে মাঠ বুঝিয়ে দেব। ২০ জানুয়ারি থেকে শুরু হবে তাদের বিশ্ব ইজতেমা। যা তা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

প্রথম পর্বের মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দ্বিতীয় পর্বেও একই নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, সাদপন্থী তাবলীগ সুরা সদস্য মাওলানা ওয়াসিফ বলেন, মঙ্গলবার আমাদের কাছে ইজতেমা মাঠ বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। বুধবার থেকে আমাদের তাবলিগ সাথীরা মাঠে চলে আসবেন। এর আগেই কিছু গোছগাছ করতে হবে বলে জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |