ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

পলাশে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ , ১০:১৯ পিএম


loading/img

নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের বিক্ষোভ প্রস্তুতিকালে সাবেক ছাত্রলীগ নেতার হামলায় মোস্তাফিজুর রহমান পাপন (২৫) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ এবং আরও দুইজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ঘোড়াশাল পৌর এলাকার দড়িহাওলা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ ছাত্রদল নেতা পাপন পলাশ থানা ছাত্রদলের সদস্য সচিব পদে দায়িত্বরত। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলম মোল্লা।

বিজ্ঞাপন

আহত অন্যরা হলেন— ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান মিয়া ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

বিএনপি নেতা আলম মোল্লা জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিলের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা দড়িহাওলা পাড়া থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ করে ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল তার দলবল নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় রুবেল প্রকাশ্যে থানা ছাত্রদলের সদস্য সচিব পাপনের পায়ে গুলি করে। তখন বাধা দিতে গেলে তাদের হামলায় আহত হয় পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান ও সদস্য সচিব আরিফ। ঘটনার পর তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পাপনকে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 

এ বিষয়ে কথা বলতে সাবেক ছাত্রলীগ নেতা মো. রুবেলকে ফোনে কয়েকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে পলাশ থানার ওসি মো. ইলিয়াছ বলেন, গুলি করার ঘটনাটি লোকমুখে শুনেছি। ঘটনার বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |