ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৪:৩১ পিএম


loading/img
ফাইল ছবি

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছে‌লে আনোয়ার হোসেন আরাফাতের (২৮) ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

 বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। 

মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের দিনমজুর মালেক শেখ ২০১৪ সালের ১১ অক্টোবর রাতে নিজবাড়ি‌তে খুন হন। ওই ঘটনায় নিহতের ভাই খালেক শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকালে পুলিশ জানতে পারে যে ঘটনার সঙ্গে নিহতের স্ত্রী ও ছেলে জড়িত ছিল। নিহতের বড় ছেলে আনোয়ার হোসেন ওরফে আরাফাতকে গ্রেপ্তার করা হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করায় ক্ষুব্ধ হ‌য়ে মা ও ভাইয়ের সহযোগিতায় বাবা‌কে কুপিয়ে হত্যা করেছেন তিনি।

দীর্ঘ শুনানি এবং সাক্ষ‌্য ও প্রমাণ গ্রহণ শে‌ষে আদালত নিহতের বড় ছেলে আরাফাতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। একইসঙ্গে আদালত নিহতের প্রথম স্ত্রী রিজিয়া বেগম ওরফে লিলি ও ছোট ছেলে সামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |