ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

হোটেল থেকে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার সিলেট, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ , ০৫:৫৪ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সিলেটে একটি আবাসিক হোটেল থেকে লিলি বেগম (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা এলাকার নিউ শাপলা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লিলি বেগম সিলেটের ওসমানীনগর উপজেলার দলিয়ারবন গ্রামের মো. নুরুল হকের মেয়ে। 

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার দুপুরে একটি নম্বর থেকে হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ রয়েছে বলে জানানো হয়। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষের থেকে দরজা ভেতর থেকে আটকানো অবস্থায় পায়। একপর্যায়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লিলি বেগমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সিলেটর দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বলেন, পুলিশ ঘটনাস্থলে এবং হোটেল কর্তৃপক্ষকে না পেয়ে হোটেলটি তালাবদ্ধ করে রেখেছে। নিহত তরুণী কবে এই হোটেলে উঠেছিলেন সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ বিস্তারিত তদন্ত করছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |