ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়ল ৫ গরু, দিশেহারা খামারি

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ , ১২:২৫ পিএম


loading/img

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মতিয়ার রহমানের গরুর খামারে আগুন লেগে পাঁচটি গরু মারা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খামারের মালিক মতিয়ার রহমান জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাঁচানোর জন্য প্রতিদিনের মতো খামারের চারপাশে মশার কয়েল জ্বালিয়ে রাখি। মুহূর্তের মধ্যে মশার কয়েল থেকে আগুন লেগে খামারে থাকা ৬টি অস্ট্রেলিয়ান গাভির মধ্যে ৫টি পুড়ে মারা যায়। একটি বেঁচে আছে। এতে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

বিজ্ঞাপন

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী জানান, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে তার আগেই গরুগুলো পুড়ে মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামার মালিককে সব ধরনের সহযোগিতার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |