রাজশাহীর কাশিয়াডাঙ্গা-কাঁকনহাট সড়কে ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ওই সড়কের রহমতপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার কুপাকান্দি গ্রামের আলম আলীর স্ত্রী সাহেরা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, সাহেরা শনিবার বিকেলে শ্বশুরের ভ্যানে চড়ে শাশুড়ির জন্য ওষুধ কিনতে যাচ্ছিলেন। এ সময় পথে একটি ট্রাকের ধাক্কায় ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যান সাহেরা। এ সময় আহত হন সাহেরার শ্বশুর।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।