ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সমাজের কল্যাণে ইমামদের কাজ করতে হবে : তাজুল ইসলাম 

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ , ১১:৪৫ পিএম


loading/img
ছবি : আরটিভি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ইমামদের সমাজের কল্যাণে কাজ করতে হবে৷ সমাজের অন্যায় অবিচার নিবারণ করার জন্য সকলের অংশগ্রহণ প্রয়োজন৷

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) কুমিল্লার লাকসাম পৌরসভার অডিটোরিয়ামে সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা নির্মূল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় শীর্ষক ইমাম সমাবেশে তিনি এ কথা বলেন৷ 

মন্ত্রী বলেন, মানবজাতির কল্যাণের জন্য হজরত মুহাম্মদ (স.) ইসলাম প্রচার করেছেন৷ উত্তম কর্ম দেখে মানুষ ইসলাম ধর্মে আসতেন, আমাদের এ বিষয়টি বিবেচনা করে চলতে হবে৷ আমরা কাজে উত্তম হলে অন্যরাও আমাদের অনুসরণ করবে৷

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জোর জবরদস্তি করে ইসলাম কায়েম হয়নি, যুদ্ধ করে কখনো ইসলাম আসেনি৷ ইসলাম এসেছে উত্তম কাজের মাধ্যমে৷ শান্তির জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল৷ আমাদেরও শান্তি বজায় রেখে ইসলাম মেনে চলতে হবে৷ 

তিনি বলেন, ইসলাম ধর্ম সব ধর্মের প্রতি সহমর্মিতা প্রদর্শন করতে বলেছে৷ সবাই মিলে সহাবস্থানে থাকতে বলেছে৷ ইসলামি অনুশাসনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা রক্ষা হবে৷ ইমামদের সব সময় সচেষ্ট থাকতে হবে যেন ইসলামের নামে কেউ হঠকারি কিছু করতে না পারে৷ মুসলমানদের শিক্ষায় আরো অগ্রসর হতে হবে এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে৷ ইমামরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সমাজকে উদ্বুদ্ধ করতে পারে। 

লাকসাম উপজেলার জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলার চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের প্রমুখ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |