ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ , ০২:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

সিরাজগঞ্জ জেলায় গত বছরে প্রাণঘাতী ভাইরাস এইচআইভি শনাক্ত হয়েছে ৮১ জনের শরীরে, যা এর আগের দুই বছরে ছিল ১২ জন। এ জন্য একই সিরিঞ্জে মাদক গ্রহণ এবং অনিয়ন্ত্রিত যৌন জীবনকে দায়ী করছেন চিকিৎসকরা।
 
মরণব্যাধী এইডস-মৃত্যুই যার পরিণাম। চিকিৎসা বিজ্ঞানে যার কোনো চূড়ান্ত প্রতিষেধক আবিষ্কার হয়নি এখনও। যমুনা তীরে উদ্বেগজনক হারে বাড়ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। 

বিজ্ঞাপন

পরিসংখ্যান বলছে, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গেল বছর এক হাজার ৬০০ জনের স্বাস্থ্য পরীক্ষায় ৮১ জনের শরীরে এইচআইভি পজিটিভ শনাক্ত হয়। যার মধ্যে ৯৮ ভাগই মাদকসেবী। তবে শুধু মাদক বা যৌনকর্ম নয়, অসতর্কতার ফলেও ছড়াতে পারে এইচআইভি।

এ বিষয়ে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. হাবিবে মিল্লাত সংবাদমাধ্যমকে বলেন, আমরা জনসচেতনতা বাড়াতে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিচ্ছি। এ রোগ থেকে বেরিয়ে আসতে আমাদের করণীয় বিষয়গুলোর ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ সংবাদমাধ্যমকে বলেন, মূলত ইন্ডিয়া থেকে অবৈধভাবে আসা বোপেন অরফান ইনজেকশন মাদক ব্যবহারকারীরা ব্যবহার করে থাকে। গত ২ মাসে প্রায় ১৫০০ অ্যাম্পল ইনজেকশন আমরা জব্দ করেছি।

উল্লেখ্য, ২০২০ সালে সিরাজগঞ্জে এইচআইভি পরীক্ষা চালু হয়। ওই বছর ৪ জন এবং এর পরের বছর ৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে মারা গেছেন ৪ জন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |