ঢাকামঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসীর বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ , ০৭:২০ পিএম


loading/img
ছবি : আরটিভি

নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকান্ত গোস্বামীর মুক্তির দাবিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (৩০ জানুয়ারি) সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের শুয়াখোলা এলাকায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী ও কয়েক শ সাধারণ মানুষ এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, এলাকার কংকন পাঠক, মলায় কান্তি বিশ্বাস, বিলাস কুমার সরকার, অভিযুক্ত শিক্ষক সুকান্ত গোস্বামীর স্ত্রী ইতি গোস্বামী, বিজয় বিশ্বাস এবং গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সাজিব কর, দশম শ্রেণির চৈতি গোস্বামী ও হ্যাপি পাঠকসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা শিক্ষকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষকের নামে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ মামলা সাজানো হয়েছে। 

উল্লেখ্য, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক সুকান্ত গোস্বামীর বিরুদ্ধে ওই ছাত্রীর মা প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করেন। পরে সদর থানায় মামলা হয়। বর্তমানে অভিযুক্ত শিক্ষক কারাগারে আছেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |