• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ!

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৬
৫৫ কেজি ওজনের বাঘাইড় মাছ!

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে সেই বাঘাইড়টি ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়।

শনিবার (৪ ফেব্রুয়ারি) জেলে সুনীল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার যমুনা নদী অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি এলাকার সুনীল নামে এক জেলের জালে আটকা পড়ে এই মাছটি।

জানা গেছে, শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে বাঘাইড় মাছটি তোলা হয়। পরে বাজারে তোলা মাত্রই স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এ সময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করে। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।

জেলে সুনীল জানান, যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে আমরা কয়েকজন জেলে নদীতে জাল ফেলি। পরে রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি জালে ধরা পড়ে। এত বড় বাঘাইড় মাছ এর আগে কখনো জালে ধরা পড়েনি।

এ বিষয়ে বাঘাইড় মাছ ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকে ভিড় দেখে গিয়ে দেখি বিশাল আকৃতির বাঘাইড়। মাছটি দেখে কিনতে ইচ্ছে হল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেই।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতে ওজন কমানোর কার্যকরী ৪ সমাধান
ওজন কমানোর ওষুধ কি নিরাপদ?
ডায়েট-জিম বাদেও ওজন কমানোর ৫টি উপায়
মেঘনায় ধরা পড়লো সাড়ে ৯ কেজি ওজনের আইড় মাছ