ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

প্রেমের টানে ভারতীয় তরুণী সিলেটে, অতঃপর...

স্টাফ রিপোর্টার সিলেট, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৫:৫৯ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব, তারপর প্রেম। সেই প্রেমের টানে সিলেটের জৈন্তাপুরে এসে আটক হলেন ভারতীয় এক তরুণী।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার গোয়াবাড়ী মুজিবনগর এলাকা থেকে ওই তরুণীকে আটক করে বিজিবি।

আটক নাইকো দাস (১৯) ভারতের মেঘালয় রাজ্যের ডাউকী নতুন বস্তি গ্রামের গোপাল দাসের মেয়ে। তাকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

নাইকো জানায়, ফেসবুকে বাংলাদেশের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলের সঙ্গে পরিচয় ঘটে। এ পরিচয়ের সূত্র ধরে বার্তা আদান প্রদানের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর প্রেক্ষিতে ওই যুবকের পরামর্শে সে বাংলাদেশে আসে।

জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের কমান্ডার আটকের বিষয় নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। ভারতীয় এসপিটিলা বিএসএফ ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |