ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

উপহারের গাড়িটি যে হাসপাতালের কাজে ব্যবহার করবেন হিরো আলম

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩ , ০৮:৪৭ পিএম


loading/img
হিরো আলম। ছবি : সংগৃহীত

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম জানিয়েছেন, উপহারের গাড়িটি অ্যাম্বুল্যান্সে রূপান্তরিত করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) দেওয়া হবে। অ্যাম্বুল্যান্সটি বগুড়া তথা উত্তরাঞ্চলের দুঃস্থ রোগীদের সেবায় ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হিরো আলম বলেন, গাড়িটির কাগজপত্র নিয়ে কিছু ঝামেলা হয়েছে। ঝামেলা মুক্ত করার পর গাড়িটির কিছুটা মেরামত করতে হবে। সর্বশেষ ২০১৩ সালে গাড়ির ট্যাক্স দেওয়া হয়েছিল গাড়িটির। বর্তমানে গাড়িটির প্রায় পাঁচ লাখ টাকা ট্যাক্স পাওনা রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গাড়িটির কাগজপত্র নিয়ে যত ঝামেলাই হোক, উপহারের গাড়ি ফেরত দিলে ওই শিক্ষককে অপমান ও ছোট করা হবে। তাই আমি গাড়িটি ফেরত দিব না। আর এটি অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবায় ব্যবহার করব, তাই গাড়িটি বৈধভাবে রাস্তায় চলাচল উপযোগী করতে যত টাকা লাগে, সেটা খরচ করতে রাজি আছি আমি।

যেহেতু গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে, তাই বকেয়া মওকুফ চেয়ে বিআরটিএতে আবেদন করব আমি।

উল্লেখ্য, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নোহা গাড়িটি হিরো আলমকে হবিগঞ্জের মাদরাসা শিক্ষক এম. মুখলিছুর রহমান উপহার হিসেবে দিয়েছেন। বগুড়া ৬ ও ৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনের আগে গত ৩১ জানুয়ারি কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল এম মুখলেছুর রহমান তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি লাইভে বলেন, হিরো আলম একসময় জিরো ছিলেন। জিরো থেকে তিনি হিরো হয়েছেন। হিরো আলম এখন সোনার টুকরা। দুই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বগুড়ার মানুষ জানের চাইতে তাকে বেশি ভালোবাসেন। তিনি বগুড়ার মানুষের মন জয় করে নিয়েছেন।

এদিকে আরেকটি ভিডিওতে মুখলেছুর তার বাড়িতে গিয়ে উপহারটি নেওয়ার জন্য হিরো আলমকে অনুরোধ জানান। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রথমে হিরো আলম শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেননি। কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ফের লাইভ করেন তিনি। এরপর যোগাযোগ করেন হিরো আলম।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |