খেলাধুলা-শরীরচর্চা কখনই পড়ালেখার প্রতিবন্ধক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী কলেজ (বিএন) অধ্যক্ষ ক্যাপ্টেন এস এম সালাহউদ্দিন।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের নাবিক আবাসিক এলাকার মাঠে নৌবাহিনী কলেজ ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেছেন, খেলাধুলা-শরীরচর্চা এমন একটি মাধ্যম যা শরীরে উদ্দীপনার যোগান দেয়, হয়ে উঠে লেখাপড়ায় সহায়ক।
তিনি বলেন, জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন যোগ্যতা ও গুণাবলী, নেতৃত্ব, সহমর্মিতা, ঐক্য, শৃঙ্খলা, সহনশীলতাসহ একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাজেই এ অনুষ্ঠানের তাৎপর্য অসীম।
তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রমজীবী মানুষের দেশ। কৃষক, জেলে আর শ্রমজীবী মানুষের শস্য খেয়ে, তাদের সেবা নিয়ে বেঁচে আছি আমরা। আমাদেরকে অসহায়, দরিদ্র এবং আর্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তাদের কষ্ট লাঘব করতে হবে। উৎকৃষ্ট মানবিক গুণাগুণ সম্পন্ন মানুষ হিসেবে বড় হয়ে উঠতে হবে।
সালাহউদ্দিন বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করার মানসিকতা আমাদের মধ্যে তখনই জন্মাবে, যখন আমরা শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারব। তাই পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের পাশাপাশি শারীরিক যোগ্যতা অর্জনও আমাদের জন্য ভীষণভাবে জরুরি।
ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বলেন, লেখাপড়ার পাশাপাশি প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে খেলাধুলার বিকল্প নেই।