ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ছেলের বউয়ের সঙ্গে এইচএসসি পাস করলেন শ্বশুর

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ০৩:৩৭ পিএম


loading/img
ছবি : আরটিভি

চাঁদপুরে ছেলের বউয়ের সঙ্গে এইচএসসি পাস করেছেন শ্বশুর মো. শাহ আলম বেপারী। এসএসসি পাস করার ২৬ বছর পর ৪৮ বছর বয়সে এইচএসসি পাস করে তিনি সবাইকে চমকে দিয়েছেন। এ বয়সে এইচএসসি পাস করায় এলাকায় তাকে নিয়ে উৎসাহের শেষ নেই। তার এ অর্জনে খুশি পরিবার, আত্মীয়, সহকর্মী ও এলাকাবাসী।

বিজ্ঞাপন

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকার আলহাজ মুকবুল হোসাইন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন শাহ আলম বেপারী। শিক্ষার যে কোনো বয়স নেই, তা সবাইকে দেখিয়ে দিয়েছেন তিনি। 

একই শিক্ষাবর্ষে চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে শাহ আলম বেপারীর পুত্রবধূ সালমা আক্তার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ড খালিশাঢুলী এলাকার আব্দুল করিম বেপারীর ছেলে মো. শাহ আলম বেপারী ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির একজন সিনিয়র অফিস সহকারী হিসেবে কর্মরত। এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলে প্রবাসী ও মেয়ে ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন।

মো. শাহ আলম বেপারী বলেন, ১৯৯৬ সালে এসএসসি পরীক্ষা দিয়ে কর্মজীবনে জড়িয়ে পড়ি। মানুষের জীবনে যে শিক্ষা গুরুত্বপূর্ণ, তা আমি বুঝতে পেরেছি। তাই সহকর্মীদের উৎসাহে কলেজে ভর্তি হয়ে এসএসসি পাসের দীর্ঘ ২৬ বছর পর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলাম। একই শিক্ষাবর্ষে আমার পুত্রবধূও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। এ জন্য আমার পরিবার ও সহকর্মীদের কৃতিত্ব মনে করি। এ অর্জনটা আমার পেশাগত জীবনে অনেক কাজে লাগবে। আমার এই অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |