• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাবি শিক্ষার্থী নিহত

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৩
ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাবি শিক্ষার্থী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেওপাড়ায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও দু’জন আহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার দেওপাড়া ইউনিয়নের রাজাবাড়ী চাপাল এলাকায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ ওসামা (২২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এর ২য় বর্ষের ছাত্র। সে রাজশাহীর মতিহার থানাধীন বুধপাড়া এলাকার আ. সালামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর।

এ বিষয়ে তিনি বলেন, আবু সাঈদ ওসামাসহ তিনজন একটা মোটরসাইকেলে করে রাজশাহী থেকে চাপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। বিকেল তিনটার দিকে গোদাগাড়ি থানার দেওপাড়া ইউনিয়নের চাপাল নামক স্থানে একটা ট্রাককে অতিক্রম করার সময় আরেকটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে দূর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনজনের মধ্যে ওসামাকে বিকেল সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ওসামার বাবা বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত আছেন। নিহতের পরিবার মরদেহ রামেক হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছেন।

জানতে চাইলে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা করা হয়নি। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ড্রাইভার পলাতক রয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধামরাইয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেতার
বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেল সেনা সদস্যের স্ত্রীর