চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাসভবনের নিরাপত্তায় দায়িত্বরত অবস্থায় নিজ রাইফেলের গুলিতে আহত হয়েছেন প্রণব বড়ুয়া (২৬) নামে জেলা পুলিশের এক কনস্টেবল।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর ডিসি হিলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বাসভবনের শৌচাগারে ঢুকে গুলিবিদ্ধ হন তিনি।
প্রণব বড়ুয়ার বাড়ি কক্সবাজারে। সহকর্মীদের ধারণা, প্রণব আত্মহত্যার চেষ্টা করেছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ অবস্থায় টয়লেটে থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, তার সহকর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি কয়েকদিন ধরে তার মন খারাপ ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। প্রণব বর্তমানে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, আহত প্রণব বড়ুয়া কথা বলার মতো অবস্থায় নেই। একটু সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।