ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

ধর্ষণের শিকার কলেজছাত্রীর সন্তান প্রসব, আচার বিক্রেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২২ ফেব্রুয়ারি ২০২৩ , ০৯:০৪ এএম


loading/img

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কলেজছাত্রী ধর্ষণ মামলায় এক আচার বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২২ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গত সোমবার হবিগঞ্জ সদর উপজেলার আব্দাবকাই গ্রামে একটি খালের পাড় থেকে ওই কলেজছাত্রী ও তার মারা যাওয়া নবজাতক সন্তানের লাশ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত বানিয়াচং উপজেলার আদর্শ বাজার এলাকার শামীম মিয়ার ছেলে আরমান মিয়া (২৩)। তিনি শায়েস্তাগঞ্জ বাজারের আচার বিক্রি করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, আরমানের স্থানীয় একটি কলেজেরছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হলে ভুক্তভোগী ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ইতোমধ্যে আরমান মেয়েটিকে বিয়ে না করে পালিয়ে যান। 

এদিকে সোমবার (২০ ফেব্রুয়ারি) ভুক্তভোগী ছাত্রী সন্তান প্রসব করেন। পরে কলেজছাত্রী নবজাতকটিকে খালের পাড়ে ফেলে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। এ সময় নবজাতকটিকে মৃত ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

ওসি নাজমুল হক জানান, ভুক্তভোগী কলেজছাত্রী ধর্ষণ মামলা দায়ের করেছেন। পরে অভিযান চালিয়ে আসামি আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে মেয়েটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |