ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড়ির পাশে মিলল আনসার সদস্যের মরদেহ

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ , ০৪:৩২ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে মো. সাকিবুল ইসলাম সোহাগ (২৮) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় অগ্রণী ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাকা ইউনিয়নের নাজিরপুর গ্রামে নিজ বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাকিবুল ইসলাম সোহাগ নাজিরপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে আঙিনায় ওই আনসার সদস্যের মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তির সঙ্গে চাচাতো ভাইয়ের স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |