ঢাকাশুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সড়কে ঝরল বাইসাইকেল আরোহীর প্রাণ

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ১০:৩১ এএম


loading/img
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মকবুল হোসেন (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা পাঁচপাখুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বিজয়নগর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বাইসাইকেলে করে আত্মীয়ের বাড়ি থেকে তার বাসায় ফিরছিলেন মকবুল। পাঁচপাখুরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল তার সাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |