ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

নিপাহ ভাইরাসে শ্বশুরের পর পুত্রবধূর মৃত্যু

নওগাঁর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩ , ০৯:১৮ এএম


loading/img
ফাইল ছবি

নওগাঁর মান্দা উপজেলায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম ও তার শ্বশুর আব্দুল হকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল হকের স্ত্রী রহিমা বেগমসহ দুজন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১ মার্চ) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ফরিদা। এর কদিন আগেই নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার শ্বশুর আব্দুল হকের। 

মৃত ফরিদা বেগম ও তার শ্বশুর আব্দুল হক উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, আব্দুল হকের পরিবার বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন। এর দুদিন পর হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে গত ৮ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এদিকে হকের পুত্রবধূ ফরিদা সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। বুধবার তার উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরে একই দিন বিকেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ও জেলা স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

মান্দা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত হকের স্ত্রী রহিমা বেগমসহ দুই-তিনজন অসুস্থ হয়ে ভর্তি আছেন। ইতোমধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র একটি টিম এ নিয়ে রামেক হাসপাতালে কাজ শুরু করেছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |