ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কৃষকের আত্মহত্যা
বগুড়ার আদমদীঘি উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
শনিবার (৪ মার্চ) সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নওগাঁ সদর এলাকার দিঘাহার গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪৮)। তিনি পেশায় কৃষক ছিলেন। পরিবারে তার স্ত্রী ও তিন মেয়ে আছে।
জানা গেছে, রকেট মেইল ট্রেন শনিবার বিকেলে চিলাহাটী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পরে একই দিন বিকেল ৩টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেটে পৌঁছামাত্র সাইফুল মোবাইলফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে রেলওয়ে থানা পুলিশ সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, শনিবার বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।
মন্তব্য করুন