ঢাকাবুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মার্চ ২০২৩ , ০৬:৩৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারে সময় ৮ সোনার বারসহ হাবিবুর রহমান (৪৬) নামের একজনকে আটক করেছে ব্যাটালিয়ন (বিজিবি)-৫৮।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।

আটক হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখা থানার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্ধীনের ছেলে।

বিজ্ঞাপন

পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাস যোগে পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর বিওপি এলাকা দিয়ে একজন সোনার বার নিয়ে সীমান্ত হয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির একটি টহল দল পুড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।  

এ সসয় তার কাছে থাকা আটটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ৮০ ভরি। বাজার মূল্য ৭২ লাখ ৪০ হাজার (বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা। আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |