ঢাকাশনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আগুনে পুড়ল কৃষকের ৫টি গরু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৮ মার্চ ২০২৩ , ০৯:২১ এএম


loading/img

ঝিনাইদহের কালীগঞ্জের ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে গোয়ালে আগুন লেগে ৫টি গরু দগ্ধ হয়েছে। এর মধ্যে ৩টি গরু মারা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াডাঙা গ্রামের সামাউল মণ্ডলের গোয়ালে আগুন লাগে। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে সামাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে তার গরুর খাবার দিয়ে সে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে তার ভাইপো খাইরুল ইসলাম আগুন দেখে চিৎকার করে ওঠে। চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেলে দেখেন তার গোয়ালে আগুন জ্বলছে। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থালে যাওয়ার সময় কাশিপুর নামক মোড়ে পৌঁছালে তারা জানায়, আপনাদের আসার দরকার নেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবুও ঘটনাস্থলে যায় এবং আগুন লাগার কারণ অনুসন্ধানের চেষ্টা করি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |