• ঢাকা রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
logo

২ শতক জমির জন্য ভাইয়ের হাতে ভাই খুন

সুনামগঞ্জ প্রতিনিধি

  ১০ মার্চ ২০২৩, ১৪:৫১

সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে উপজেলার উত্তর উস্তাংগেরগাও গ্রামে এই ঘটনা ঘটে। শুক্রবার (১০ মার্চ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

নিহতের নাম আব্দুল খালিক (৪০)। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর উস্তিংগের গাও গ্রামের ময়না মিয়ার ছেলে।

এ ঘটনায় দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, বসতভিটার দুই শতক জমি নিয়ে ময়না মিয়া ও তার ছোট শ্যালক আব্দুর নুরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে আব্দুল খালিকের বাড়িতে এ নিয়ে পারিবারিকভাবে জুয়েল আহমদ, লায়েক আহমদ, রানা আহমদ, আলী হোসেনসহ বেশ কয়েকজন আলোচনায় বসেন। আলোচনা চলাকালে হঠাৎ কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মামাতো ভাই সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ধারালো বটি দিয়ে আব্দুল খালিককে কুপিয়ে জখম করে।

ওসি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুল খালিককে রাতেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালিক মারা যান। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুমন মিয়া (২৬), লায়েক আহমদ (২২) রানা আহমদ (২০) আলী হোসেনসহ (২৬) মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট
মুগ্ধকে নিয়ে গুজবের ব্যাপারে আবেগঘন প্রতিক্রিয়া ভাই স্নিগ্ধের 
বিরক্ত হয়ে ক্ষোভ ঝাড়লেন সেই ভাইরাল উপস্থাপিকা দীপ্তি
খুনি হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের প্রশ্নই আসে না: সারজিস