ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ফেসবুকে ছাত্রীর অশ্লীল ভিডিও ছড়ানোর হুমকি, অতঃপর...

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ , ১০:১৫ এএম


loading/img
ছবি : সংগৃহীত

ফেনীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়ানোর হুমকি দেওয়ায় এক তরুণী আত্মহত্যা করেছেন। ইতোমধ্যে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১৫ মার্চ) রাতে দাগনভূঞার থানার ওসি হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে দাগনভূঞার রামানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিবি হাজেরা। তিনি দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত ব্যক্তি হলেন, সোনাগাজী উপজেলার চর মজলিসপুর গ্রামের ব্যাপারী বাড়ির জাকের হোসেনের ছেলে জাহিদ হোসেন প্রিন্স।

মেয়েটির পরিবার জানায়, হাজেরার বিয়ের কথা চলছিল। অভিযুক্ত জাহিদ হোসেন প্রিন্স প্রায়ই হাজেরাকে উত্যক্ত করত। গত সোমবার রাতে প্রিন্স দুই থেকে তিনজন সহযোগীকে নিয়ে হাজেরার বাড়িতে গিয়ে ফেসবুকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরা হাজেরাকে বকাঝকা করে। এক পর্যায়ে মঙ্গলবার রাতে ক্ষোভে হাজেরা নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বুধবার (১৫ মার্চ) পারিবারিক কবরস্থানে হাজেরাকে দাফন করা হয়। 

ওসি হাসান ইমাম বলেন, এ ঘটনায় হাজেরার ভাই ফখরুল ইসলাম দাগনভূঞা থানায় প্রিন্সের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন। ইতোমধ্যে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |