• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

ছাত্রলীগ নেতার পা কাটা মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৭ মার্চ ২০২৩, ১৭:৫৬
ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে রেললাইনের পাশ থেকে পা কাটা অবস্থায় ছাত্রলীগ নেতা শিফাত আহম্মেদ শিশিরের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সে কাজীহাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টায় পৌর এলাকার স্বজনপুকুর গ্রামের রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ।

শিফাত উপজেলার কাজীহাল ইউনিয়নের আঁখিঘোটনা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টায় বাঁ পা কাটা অবস্থায় একটি মরদেহ রেললাইনে দেখতে পান স্থানীয়রা। ফুলবাড়ী রেলস্টেশন মাস্টার হায়দার আলীকে খবর দিলে তিনি পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশকে (জিআরপি) খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহের সঙ্গে থাকা ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে তার পরিচয় শনাক্ত করে। পরে মরদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পার্বতীপুর রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) ছামেদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ পরিচয়ে ছিনতাই, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
ঘোরাফেরা করতে দেখে পুলিশে খবর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা